জাতীয়

লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে ‘নাখোশ’ সিইসি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা-সমালোচনায় ‘নাখোশ’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

Advertisement

এ নিয়ে উষ্মা প্রকাশ করে সিইসি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী? এ কথা বারবার বলা হয় কেন, লেভেল প্লেয়িং ঠিক নেই? কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই, কিসের ফিল্ড ঠিক নাই?’

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী কর্মকর্তাদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক হাজার ৮শ’র বেশি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এতকিছুর পরেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই কীভাবে?’

Advertisement

সিইসি বলেন, ‘প্রার্থীরা পথসভা করেন, মাইক ব্যবহার করেন, পোস্টার ছাপান, পোস্টার বিলি করেন, মানুষের কাছে যান, কেউ কোনোদিন তাদের বাধা দিয়েছে? সরকারি দল বা বিরোধী দল মিটিং-মিছিল আবার অনেক সময় শোডাউনও করছে। তাদের কি কেউ বাধা দিয়েছে? তাই যদি না হয় তাহলে নির্বাচনে প্লেয়িং ফিল্ড আছে বা নেই- এই প্রশ্নের অবকাশ নেই। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আসে কেন?’

তিনি আরও বলেন, ‘এবার রেকর্ডসংখ্যক প্রায় ৩ হাজার ৬০০ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে এক হাজার ৮৪৬ জন প্রার্থী আছেন। অর্থাৎ গড়ে প্রতিটি আসনে ছয়জন। এতে প্রমাণ হয় যে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে।’

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

আবু আজাদ/জেডএ/পিআর