মুন্সীগঞ্জ সদর উপজেলায় র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তিকে সন্ত্রাসী বলে দাবি করেছে র্যাব।
Advertisement
মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ল্যাংড়া খসরু ও শ্যামল (কানা সুমন)।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানায় র্যাব। তারা হলেন- র্যাবের সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়ত (৩১)।
র্যাব-১১-এর স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র্যাব।
Advertisement
র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় র্যাব। এতে সন্ত্রাসী ল্যাংড়া খসরু ও কানা সুমন নিহত হয়। এ সময় র্যাবের দুই সদস্যের হাতে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
র্যাব কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান দাবি করেন, সন্ত্রাসীদের কাছ থেকে দুটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা তালিকাভুক্ত সন্ত্রাসী।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ
Advertisement