গণমাধ্যম

ভোট‌ারদের মন পেতে ছাতা নিয়ে অপেক্ষা!

সাংবাদিকদের ‘সেকেন্ড হোম’ হিসেবে পরিচিত জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৮ আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে হাজির হচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সদস্যদের পদচারণায় গোটা প্রেস ক্লাব চত্বর মুখরিত হয়ে উঠেছে। পারস্পরিক কুশল বিনিময় ও ভোট প্রার্থনার মধ্যদিয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

Advertisement

প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর দুপুর ১টার দিকে জাগো নিউজকে জানান, এ সময় পর্যন্ত ৫০০ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জন।

১৭ সদস্যের জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৮-তে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত সাইফুল-ফরিদা মনোনীত প্যানেল ও বিএনপিপন্থী শওকত মাহমুদ-ইলিয়াস খান প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ‌ুটি প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের মন পেতে ছাতা নিয়ে ক্লাব প্রাঙ্গণে অপেক্ষা করছেন। ভোটার আসলেই সহাস্যে এগিয়ে সালাম দিয়ে মাথার ওপর ছাতা মেলে ধরছেন। সঙ্গে যাচ্ছেন ভোটকেন্দ্র পর্যন্ত।

আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও অনেক প্রবীণ সদস্যকে ভোট উৎসবে শরিক হতে লাঠিতে ভর করে উপস্থিত হতে দেখা যায়।

Advertisement

এমইউ/এসআর/এমকেএইচ