খেলাধুলা

৮ বছরে ৫০ গোল করে নতুন ইতিহাস মেসির

লা লিগার ইতিহাসে ইতোমধ্যে সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছেন। সম্ভাব্য প্রায় সব রেকর্ডও নিজের করে নিয়েছেন। কিন্তু তাতেও থেমে থাকছেন না মেসি। নিজেকে আরো অনন্য উচ্চতায় নেওয়ার মিশনে নেমেছেন বার্সেলনার আর্জেন্টাইন এই তারকা। গেল ৯ বছরের ভেতর ৮ বছরেই ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন মেসি।

Advertisement

রোববার রাতে লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে ০-৫ ব্যবধানে জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। ক্যারিয়ারের ৪৯তম হ্যাটট্রিকটিও তুলে নেন এই ক্ষুদে জাদুকর।

লা লিগায় ১৪ গোল করে রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। তাছাড়া লিগের সর্বোচ্চ এসিস্টদাতাও তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে বছরে ৫০ গোলের রেকর্ডই এখন বেশি আলোচনায়।

২০১০ সালে করেছিলেন ৬০ গোল, ২০১১ সালে ৫৯। ২০১২ সালে তো পৃথিবীর সব রেকর্ড ভেঙ্গে এক বছরে সর্বোচ্চ ৯১ গোল করার রেকর্ড গড়েন মেসি। ২০১৩ সালটাতেই মেসি কেবল ৫০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করতে পারেননি। সেই মৌসুমে করেছিলেন ৪৫ গোল। ২০১৪ সালে ৫৮, ২০১৫ সালে ৫২ গোল, ২০১৬ সালে ৫৯ গোল, ২০১৭ সালে ৫৪ গোল এবং চলতি বছরে করেছেন ৫০ গোল।

Advertisement

আরআর/এসএএস/এমএস