জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২১ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশুনা করতে হয়। তাই চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন: ‘দ্যা গ্রান্ড ডিজাইন’ গ্রন্থের লেখক কে?উত্তর : স্টিফেন হকিং।২. প্রশ্ন: যতি বা বিরাম চিহ্নের প্রবর্তক কে?উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।৩. প্রশ্ন: ভারতচন্দ্রের উপাধি কি?উত্তর : রায়গুণাকর।৪. প্রশ্ন:  কোন কোন সালে নোবেল পুরস্কার দেওয়া হয়নি?উত্তর : ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ (২য় বিশ্বযুদ্ধের জন্য )।৫. প্রশ্ন: বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? উত্তর : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।৬. প্রশ্ন: বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ? উত্তর : রাঙ্গামাটি।৭. প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর : হারিয়াভাঙা নদী।৮. প্রশ্ন: জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্য নিয়ে?  উত্তর : ৬০ জন।৯. প্রশ্ন :  ‘অসমাপ্ত আত্মজী্বনী’ গ্রন্থটির লেখক কে? উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।১০. প্রশ্ন : HTTPS এর পূর্ণরূপ কি? উত্তর : Hyper Text Transfer Protocol Secure.১১. প্রশ্ন : ২য় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয় কোথায়?উত্তর :  নুরেমবার্গ, জার্মানি।১২. প্রশ্ন: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?  উত্তর : শ্রীমাভো বন্দরনায়েকে, শ্রীলংকা।১৩. প্রশ্ন:  উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে কি বলা হয়? উত্তর : রেড ইন্ডিয়ান। ১৪ প্রশ্ন : ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? উত্তর : মিশর। ১৫. প্রশ্ন : পিত্ত তৈরি হয় কোথায়?উত্তর : যকৃতে।১৬. প্রশ্ন: ক্যাটল ফিস ও অক্টোপাসের ক’টি করে হৃদপিণ্ড থাকে? উত্তর : ৩টি।১৭. প্রশ্ন: উভচর প্রাণী কোনটি?উত্তর : ব্যাঙ। ১৮. প্রশ্ন: বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৫৮ টাকা হবে?  উত্তর : ৪ বছরে।১৯. প্রশ্ন: হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল? উত্তর : গেস্টাপো। ২০. প্রশ্ন: সাত পাহাড়ের শহর বলা হয়।উত্তর :  রোমকে।# চাকরির প্রস্তুতি : সাধারণ জ্ঞানএসইউ/একে/পিআর

Advertisement