জাতীয়

১৫০ অবৈধ দোকান উচ্ছেদ করলো ডিএনসিসি

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার রাজধানীর নির্বাচন কমিশনের ভবন সংলগ্ন শেরেবাংলা নগর এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Advertisement

অবৈধ স্থাপিত ১৫০টি অস্থায়ী সেমিপাকা দোকান উচ্ছেদ করা হয় অভিযানে। পাশাপাশি টিনশেড দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ডিএনসিসি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। অভিযানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) মীর নাহিদ আহসানও উপস্থিত ছিলেন।

এএস/জেডএ/আরআইপি

Advertisement