খেলাধুলা

প্রতিকূলতার মাঝেও রেকর্ড গড়লেন শামী

চলতি বছরটা হয়তো ভুলেই যেতে চাইতেন ভারতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার মোহাম্মদ শামী। বছর জুড়ে কি ঝড়টাই না গিয়েছে তার ওপর। কখনো স্ত্রীর নির্যাতনের মামলা, কখনো ফিটনেস টেস্টে পাশ করতে ব্যর্থ হওয়া আবার কখনো রাজনৈতিকভাবে হেনস্থা হওয়া।

Advertisement

সবমিলিয়ে ক্রিকেট মাঠের বাইরে শামীর বছরটা কেটেছে যাচ্ছে তাই। তবে তিনি যে কাজের জন্য পরিচিত অর্থাৎ বোলিং, সে কাজ দিয়ে ঠিকই বছরটিকে স্মরণীয় করে রাখলেন শামী। গড়েছেন ভারতের পক্ষে এক বছরে সর্বোচ্চ টেস্ট উইকেট নেয়ার রেকর্ড।

বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু করে চলতি অস্ট্রেলিয়া সফর পর্যন্ত ১০ টেস্টের ১৯ ইনিংসে বোলিং করে শামী দখল করেছেন ৪২টি উইকেট। যা কি-না নির্দিষ্ট কোনো বছরে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

এর আগে ২০০৬ সালে ৯ ম্যাচের ১৭ ইনিংসে ৪১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তী লেগস্পিনার অনিল কুম্বলে। এতোদিন ধরে এটিই ছিলো এক বছরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড। যা ভেঙে দিলেন মোহাম্মদ শামী।

Advertisement

এ রেকর্ড নিজের করে নেয়ার পথে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৫৬ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ক্যারিয়ারে ৪ বার নেয়া পাঁচ উইকেটের মধ্যে দুইবারই নিয়েছেন ২০১৮ সালে। নিজের এ রেকর্ড আরও বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে শামীর সামনে। কেননা চলতি বছর আরও একটি টেস্ট রয়েছে ভারতের।

ভারতের পক্ষে এক বছরে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড

১/ মোহাম্মদ শামী - ৪২ উইকেট, ২০১৮ সাল ২/ অনিল কুম্বলে - ৪১ উইকেট, ২০০৬ সাল৩/ ইরাপলি প্রসন্না - ৩৯ উইকেট, ১৯৬৮ সাল৪/ জাসপ্রিত বুমরাহ - ৩৯ উইকেট, ২০১৮ সাল৫/ ইশান্ত শর্মা - ৩৮ উইকেট, ২০১১ সাল

এসএএস/এমকেএইচ

Advertisement