যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন দেশটির নেতা কিম জং উন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ-অনুশীলনে ক্ষুব্ধ হয়েছে উত্তর কোরিয়। দেশটির বার্তা সংস্থা কেসিএনএ কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘জাতীয় পুনঃএকত্রীকরণের জন্য যুদ্ধ সন্নিকটে। বিরাজমান এ পরিস্থিতিতে কোরিয়ান পিপলস আর্মির সব ইউনিটকে রাজনৈতিক ও আদর্শিকভাবে, সামরিক কৌশল ও প্রাসঙ্গিকতায় যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত শ্রেষ্ঠ প্রতিরক্ষা ইউনিটে পরিণত হতে হবে।’ এদিকে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর যৌথ অনুশীলনের সময় প্রায়ই বিদ্বেষমূলক আগ্রাসী মন্তব্য করে থাকে উত্তর কোরিয়া। ‘তারা ও ডোরা (যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা) ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে’ সেনাবাহিনীকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান কিম।এসকেডি/পিআর
Advertisement