সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
Advertisement
রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান।
দূতাবাস মিলানায়তনে রাষ্ট্রদূতের সভাপতিত্বে এক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহিদুজ্জামান ফারুকীর পরিচালনায় দেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
এদিকে আমিরাতে বাংলাদেশি পতাকাবাহী প্রতিষ্ঠান, বাংলাদেশ সমিতি, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ, আবুধাবী আওয়ামী লীগ, যুবলীগসহ মুজিব আদর্শের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
Advertisement
পরে আলোচনা সভায় আমিরাতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধানেরা বক্তব্য দেন। পরে দেশ, জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এনডিএস/এমএস