আন্তর্জাতিক

প্রেমিকের স্বপ্ন পূরণে বাবার কোটি টাকা ডাকাতি করলেন প্রেমিকা

প্রেমিকের স্বপ্ন পূরণে নিজের বাড়িতে প্রায় কোটি টাকার গয়না ও নগদ অর্থ লুট করেছেন এক তরুণী। বিমানের পাইলট হওয়ার স্বপ্ন প্রেমিক হেত শাহের। কিন্তু অর্থের অভাবে পাইলট ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে পারছিলেন না শাহ।

Advertisement

তার এই স্বপ্নের কথা শুনে ডাকাত বনে গেলেন প্রেমিকা। প্রেমিকের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন প্রেমিকা প্রিয়াঙ্কা পারসানা (২০)। ভারতের বেঙ্গালুরুর পাইলট ট্রেনিং ইনস্টিটিউটে প্রেমিকের প্রশিক্ষণের টাকা জোগার করতে নিজের বাড়িতেই ডাকাতি করেন তিনি।

আলমারিতে লুকিয়ে রাখা বাবার প্রায় এক কোটি টাকা মূল্যের গয়না এবং নগদ টাকা লুট করেন প্রিয়াঙ্কা। বাড়ির লোকজন যাতে ডাকাতি হয়েছে বলে মনে করেন; সেজন্য বাড়ির আলমারির জিনিসপত্র লন্ডভন্ড করেন।

অারও পড়ুন : ক্যান্সারের গল্প ফেঁদে আড়াই কোটি হাতিয়ে ধরা ভারতীয় নারী

Advertisement

পরে প্রিয়াঙ্কার শিল্পপতি বাবা কিশোর পারসানা থানায় গিয়ে ডাকাতির অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাইরের লোক নয়; বরং বাড়ির কোনো সদস্যই এই কাজ করেছে। একে একে জেরা শুরু হয়। প্রিয়াঙ্কাকে জেরা করতেই বেরিয়ে আসল ঘটনা।

প্রিয়াঙ্কার বাবা অভিযোগ জানানোর ১৭ দিনের মধ্যে কোটি টাকার ডাকাতির এ ঘটনার কিনারা করে পুলিশ। পুলিশের কাছে দেয়া মেয়ের স্বীকারোক্তি শুনে ভেঙে পড়েন কিশোর পারসানা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

বেঙ্গালুরুর ভক্তিনগরের অভিজাত এলাকা গীতাঞ্জলি পার্কে প্রিয়াঙ্কা পারসানার বাড়ি। প্রেমিক হেত শাহ থাকেন এয়ারপোর্ট রোডের একটি আবাসনে। সিএ পড়তে গিয়ে প্রাইভেটে দু’জনের পরিচয় এবং সেখান থেকেই মন দেয়া-নেয়া।

আরও পড়ুন : ৫০ হাজার আইফোন, দেড়শর বেশি ফ্ল্যাট কেনা যেত ঈশার বিয়ের টাকায়

Advertisement

পুলিশ বলছে, গত ২৯ নভেম্বর প্রিয়াঙ্কা বাড়ি থেকে তিন কেজি সোনার ও দুই কেজি রূপার গয়না ডাকাতি করেছিলেন; যার মূল্য প্রায় ৯০ লাখ ৬৪ হাজার টাকা। ওইদিন তার মা এবং বোন বাড়িতে ছিলেন না। দুপুর দেড়টার দিকে এসব অলঙ্কার লুটের পর বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান প্রিয়াঙ্কা।

পরে দুপুর আড়াইটার দিকে প্রিয়াঙ্কার বাবা বাড়িতে দুপুরের খাবারের জন্য আসেন। এসময় আলমারি লন্ডভন্ড দেখতে পান তিনি। আলমারিতে রাখা সোনা ও রূপার গয়না না পেয়ে পুলিশকে ফোন করে জানান, তার বাড়িতে ডাকাতি হয়েছে।

এসআইএস/এমএস