দেশজুড়ে

মুরাদনগরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমির হোসেনের বিরুদ্ধে মাদকসহ সন্ত্রাসী কার্যকলাপের একাধিক মামলা আদালতে বিচারাধীন থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ বরখাস্তের আদেশ জারি করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনসুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমির হোসেনের  বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকসহ একাধিক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে  ভারপ্রাপ্ত ওই চেয়ারম্যানকে বরখাস্ত করতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী জহিরুল ইসলাম। পরে এ আবেদন জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদনসহ প্রেরণ করা হয়। ওই প্রতিবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি বিভাগ ওই চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ জারি করে। বৃহস্পতিবার সন্ধ্যায়  মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনসুর উদ্দিন মোবাইলফোনে জানান, ভারপ্রাপ্ত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন থাকায় স্থানীয় সরকার (ইউপি) আইন ২০০৯-এর ৩৪ (১) ধারা বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মো.কামাল উদ্দিন/এসকেডি/পিআর

Advertisement