ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়েতে খরচের পরিমাণ দেখে তাক লেগে গেছেন প্রত্যেকেই। এই বিপুল পরিমাণ খরচের মূল্য কোনও সংবাদ মাধ্যম বলছে, ৭২৩ কোটি, আবার বেশ কয়েকটি সংবাদ সংস্থা বলছে এর খরচ ৭০-৮০ কোটি। যদি ৭২৩ কোটি খরচ হয়ে থাকে, ঈশা অাম্বানি-আনন্দ পিরামলের বিয়েতে, তাহলে প্রায় ৪৯ হাজার ৬৭২টি ৫১২ জিবির আইফোন এক্সএস কেনা যেত এই টাকায়।
Advertisement
৫৯ কোটি ম্যাগির প্যাকেটও কেনা যেত এই খরচের টাকায়।
মুম্বাইয়ের অভিজাত এলাকায় ১৭৯টি দুটি বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনা যেত ঈশা অাম্বানির বিয়ের খরচের টাকায়।
দিল্লি থেকে লন্ডন এক হাজার ৩৪২ বার যাতায়াত করা সম্ভব হত ঈশার বিয়ের টাকায়।
Advertisement
৯৩ হাজার ৫৯৫টি স্যামসাংয়ের ৪৯ ইঞ্চি এলইডি টেলিভিশন মিলত এই খরচের টাকায়।
৪৭ কোটি পাইপিং হট বড়া পাও কেনা যেত এই খরচের টাকায়।
মুম্বাইয়ের হিসাবে ১১৮ কোটি হাফ কাপ কাটিং চা পর্যন্ত মিলতে পারত এই টাকায়।
২ হাজার ২৬৯টি মার্সিডিজ বেঞ্জ সিএলএ কেনা যেতে পারত ঈশা অম্বানীর বিয়ের টাকায়।
Advertisement
১০ লাখ ৯০ হাজার ৫৩০ বছরের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলত ঈশার বিয়ের খরচের টাকায়।
১৪৩ কোটি পার্লে জি বিস্কুটের প্যাকেট কেনা যেত ঈশা অাম্বানির বিয়ের টাকায়।
এক কোটি লিটারের ওল্ড মঙ্কের বোতল কেনা যেতে পারত এই খরচের টাকায়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর অত্যন্ত ধুমধামের সঙ্গে ঈশা আর আনন্দ পিরামলের বিয়ে হলো। নববিবাহিত এই দম্পতিকে আশীর্বাদ জানাতে দেশ-বিদেশের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হাজির ছিলেন। তারায় তারায় আলোকিত ছিল সেই রাত। বিয়ের দিন ঈশা অফ হোয়াইট রঙের লেহেঙ্গা পরেন। কনের সঙ্গে সামঞ্জস্য রেখে আনন্দও একই রঙের শেরওয়ানি পরেন। তবে এদিন ঈশার লেহেঙ্গার সঙ্গে লাল রঙের দোপাট্টা সবার নজর কাড়ে। লাল রঙের জমকালো এই দোপাট্টা ঈশার লেহেঙ্গার ঔজ্জ্বল্য কয়েক গুণ বাড়িয়ে দেয়।
জেডএ/জেআইএম