খেলাধুলা

২০১৮’তে বাংলাদেশের সামনে কেবল দুই দেশ

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার কিংবা গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে হারব্যতীত ওয়ানডে ফরম্যাটে চলতি বছরটা দারুণ কেটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শুধু দারুণ বললে ভুল হবে, ২০১৮ সালে বাংলাদেশের চেয়ে ভালো খেলেছে কেবল দুইটি দেশ।

Advertisement

সেটি কিভাবে? জানতে হলে চোখ রাখতে হবে পরিসংখ্যানে। জয়ের সংখ্যা কিংবা জয় পরাজয়ের হার- দুই হিসেবেই বাংলাদেশ পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোকে। ওয়ানডে র‍্যাংকিংয়ে সপ্তম হলেও ২০১৮ সালের পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

এ বছর ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ১৩টিতেই জিতেছে বাংলাদেশ দল। জয়ের হার ৬৫ শতাংশ। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডগড়া জয়ে শুরু আর শেষে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ।

এ সময়ের মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলে ৫টিতেই জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ম্যাচে ৪ জয়, শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ম্যাচে ২ জয়, আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচে ১ জয় এবং পাকিস্তানের বিপক্ষে ১ ম্যাচ খেলে সেটিতে জিতেছে বাংলাদেশ। শুধুমাত্র ভারতের বিপক্ষেই ২ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি মাশরাফি বিন মর্তুজার দল।

Advertisement

চলতি বছরে জয়-পরাজয়ের হিসেবে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তারা ২৪ ম্যাচ খেলে জিতেছে ১৭টিতে, পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। জয়ের হার ৭৩.৯১ শতাংশ। এরপরই রয়েছে ভারত। তারা এ বছর খেলেছে ২০টি ম্যাচ, জিতেছে ১৪টিতে, টাই হয়েছে ২টি ম্যাচ। জয়ের হার ৭০ শতাংশ।

১৩ জয় এবং ৬৫ শতাংশ জয়ের হার নিয়ে এ তালিকার তৃতীয় স্থানটি বাংলাদেশের। এরপরে যথাক্রমে রয়েছে আফগানিস্তান (জয় ১২টি, জয়ের হার ৬০ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (জয় ৯টি, জয়ের হার ৫২.৯৪ শতাংশ), নিউজিল্যান্ড (জয় ৮টি, জয়ের হার ৬৬.৬৬) আয়ারল্যান্ড (জয় ৮টি, জয়ের হার ৬১.৫৩ শতাংশ) ও পাকিস্তান (জয় ৮টি, জয়ের হার ৪৪.৪৪ শতাংশ)।

এসএএস/জেআইএম

Advertisement