রাজনীতি

‘গুলি খাব, মাথা নোয়াব না’

বিএনপি নেতা মির্জা আব্বাস, মাহবুব উদ্দিন খোকন, রুমানা মাহমুদ, হাফিজ উদ্দিনের ওপর হামলার কথা উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জানি আমরা আরও গুলি খাব, কিন্তু মাথা নোয়াব না।

Advertisement

তিনি বলেন, মির্জা আব্বাসের ওপর হামলা হয়েছে, মাহবুব উদ্দিন খোকনের ওপর গুলি হয়েছে, রুমানা মাহমুদ গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু কেউ এলাকা ছাড়েননি। কারণ, এটা আন্দোলনের অংশ হিসেবে আমাদের নির্বাচনী যুদ্ধ। আমাদের জনগণের ওপর অধিকার রয়েছে তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া। আমরা আমাদের অধিকার নিশ্চিত করব।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘প্রশাসন রাজনৈতিক দলের পক্ষে থাকার কথা না থাকলেও তারা নির্লজ্জভাবে সরকারি দলের হয়ে কাজ করছেন। প্রশাসনে যারা নিরপেক্ষভাবে কাজ করতে চান তাদেরও বাধ্য করা হচ্ছে সরকারের পক্ষে কাজ করার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম রংপুরে স্পিকারের প্রধান নির্বাচন কমিটির সমন্বয়কারী হয়েছেন।’

Advertisement

টকশোর আলোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল ড.কামাল হোসেনের সঙ্গে একজন সংবাদকর্মীর বাদানুবাদ হয়েছে, সেটা নিয়ে তুলকালাম হয়ে গেছে, অথচ ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা হলো, সেটা নিয়ে টকশোতে কোনো আলোচনা নেই।’

তিনি বলেন, ‘হামলার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও মূলধারার ইলেকট্রনিক্স ও মুদ্রণমাধ্যমে তার প্রকাশ হয়নি।’

কেএইচ/জেডএ/আরআইপি

Advertisement