খেলাধুলা

কোহলি-রাহানের ব্যাটে ভারতের শক্ত জবাব

টেস্ট শুরুর আগে পার্থের সবুজ পিচ দেখে মনে হচ্ছিল, এই উইকেটে ব্যাটসম্যানদের চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন বোলাররা। মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত তেমন কিছুই দেখা যাচ্ছে না। ভারতের চার পেসারের আক্রমণ সামলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছে ৩২৬ রান।

Advertisement

জবাবে ভারত আরও শক্ত অবস্থানে। বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানের চওড়া ব্যাটে চড়ে ৩ উইকেটে ১৭২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারিরা।

নতুন বলে অবশ্য অস্ট্রেলিয়ান পেসাররা কিছুটা আতঙ্ক ছড়াতে পেরেছিলেন। ভারতের বোর্ডে ৬ রান উঠতেই মুরালি বিজয়কে (২) বোল্ড করেন গতিতারকা মিচেল স্টার্ক। এরপর লোকেশ রাহুলকেও (০) একই পরিণতি দেখান জস হ্যাজলউড। ৮ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে তখন ধুঁকছিল ভারত।

তৃতীয় উইকেটে চেতেশ্বর পূজারাকে নিয়ে ৭৪ রানের জুটিতে সেই বিপর্যয় সামলে উঠেন কোহলি। পূজারাকে ২৪ রানে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন স্টার্ক।

Advertisement

তবে চতুর্থ উইকেটে আবারও প্রতিরোধ ভারতের। এবার কোহলির জুটি আজিঙ্কা রাহানেকে নিয়ে। দিন শেষে এই জুটিটি অবচ্ছিন্ন আছে ৯০ রানে।

সেঞ্চুরির অপেক্ষায় আছেন কোহলি। ১৮১ বল মোকাবেলায় ৯ বাউন্ডারিতে ৮২ রানে অপরাজিত ভারতীয় অধিনায়ক। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন রাহানেও। ১০৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫১ রান নিয়ে ব্যাট করছেন তিনি।

এর আগে ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া শেষ ৪ উইকেটে ৪৯ রান যোগ করতে পেরেছে। ১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা টিম পেইন ৩৮ রানে এসে জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ হন। প্যাট কামিন্স করেন ১৯ রান।

ভারতীয় বোলারদের মধ্যে ৪১ রান খরচায় ৪টি উইকেট নেন ইশান্ত শর্মা। ২টি করে উইকেট শিকার বুমরাহ, উমেশ যাদব আর গৌতম বিহারির।

Advertisement

এমএমআর/জেআইএম