জাতীয়

অস্থায়ী বেদিতেই শ্রদ্ধা : ১১ বছরেও নির্মিত হয়নি স্মৃতিস্তম্ভ

আজ ভয়াল ২১ আগস্ট। ইতিহাসের কলঙ্কময় একটি দিন। ২০০৪ সালের ওই দিন বঙ্গবন্ধু রাজধানীর অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা চালায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করা। ওই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও আইভী রহমানসহ প্রাণ হারান ২৪ জন। আহত হয় পাঁচ শতাধিক মানুষ।তবে ওই ঘটনার ১১ বছর অতিবাহিত হলেও আহত ও নিহতের সম্মানে ঘটনাস্থলে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। এনিয়ে দলীয় নেতাকর্মী, নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই শহীদদের স্মরণে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি অস্থায়ী বেদিতেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এবারও তাই হচ্ছে।তারা বলছেন, ওই হামলার লক্ষ্য শুধু শেখ হাসিনাকে হত্যা ছিল না আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করাই ছিল মূল উদ্দেশ্যে। নেতাকর্মীরা বলছেন, একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরে বঙ্গবন্ধু পরিবারকে সমূলে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়।স্বাধীনতার পরাজিত শক্তিই ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশের উপর গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। ইতিহাসের এমন একটি কলঙ্কজনক ঘটনা, আওয়ামী লীগকে ধ্বংস করার ঘটনা এবং ২৪ জনের জীবন ও পাঁচ শতাধিক আহত মানুষের অবদানকে স্মরণীয় করে রাখতে ঘটনাস্থল সেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি অনেকের।২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার তৎকালীন মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বজলুর রহমান বলেন, ২১ আগস্ট তারাই করে যারা এ দেশের স্বাধীনতা চায় না। যারা বাংলাদেশ চায়নি। তাদের সেই কলঙ্কময় ষড়যন্ত্রের কথা এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি সম্মান জানানোর জন্য বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তিনি।ঢাকা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন। যিনি নিজেও সেই ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার। তারও দাবি স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল। বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাসে প্রতিটি পদক্ষেপে আওয়ামী লীগের নাম জড়িত। কিন্তু এমন একটি ঘটনায় যারা প্রাণ দিলেন তাদের মনে রাখতে আমরা গত ১১ বছরের কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে পারিনি। খুব দ্রুব এই স্মৃতিস্তম্ভ নির্মাণে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।ঢাকা দক্ষিণের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন বলেন, আমার বাবা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। তিনি এখন প্রয়াত। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন। দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছেন। আমার বাবার মতো আরো অনেকে সেদিনের ওই গ্রেনেড হামলায় শহীদ হয়েছেন। তাদের সবার আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তিনি।দলীয় সূত্রে জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, এবারো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সভানেত্রী শেখ হাসিনা।এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানাবেন। এ সময় সেখানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হবে।তিনি বলেন, দলীয়ভাবে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে নানান কারণে তা হয়ে ওঠেনি। তবে খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।জেইউ/বিএ

Advertisement