আন্তর্জাতিক

পাকিস্তানের ৮৩ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

পাকিস্তান থেকে কয়েক বছর আগে আসা ৮৩ জন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। গত শুক্রবার আহমেদাবাদে ওই ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব সনদ তুলে দেন বিধানসভার এক সদস্য ও জেলা কালেক্টর।

Advertisement

শুক্রবার কালেক্টরের কার্যালয় সংশ্লিষ্ট একটি ক্যাম্পে স্থানীয় প্রাদেশিক পরিষদের সাংসদ বলরাম থাওয়ানি ও কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে তাদেরকে নাগরিকত্ব সনদ প্রদান করেন। কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে সাংবাদিকদের বলেন, নাগরিকত্ব আইনের ধারা অনুযায়ী সনদ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৬ সালে কুচ, আহমেদাবাদ ও গান্ধিনগর এই তিন জেলার কালেক্টরদেরকে কেন্দ্র থেকে বিশেষ ক্ষমতা দিয়ে বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দুদেরকে নিজ ক্ষমতাবলে তারা নাগরিকত্ব প্রদান করতে পারবেন।

কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে বলেন, গত দুই বছরে আহমেদাবাদে এরকম মোট ৪১৯ জন সংখ্যালঘু হিন্দু ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। যা গোটা দেশের মধ্যে রেকর্ড পরিমাণ সংখ্যা বলে জানান তিনি।

Advertisement

এসএ/এমকেএইচ