বিনোদন

তৃতীয় সপ্তাহেও হল বাড়লো ‘দহন’ সিনেমার

‘দহন’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। তাই তৃতীয় সপ্তাহে এসেও বেড়েছে হল সংখ্যাও। প্রথম সপ্তাহে ৪৭টি হলে মুক্তি পেয়েছিলো রায়হান রাফির ‘দহন’। দ্বিতীয় সপ্তাহে এসে হল সংখ্যা দাঁড়ায় ৭৬টিতে। সেখান থেকে চার হল বেড়ে বেড়ে আজ দেশের আশিটি সিনেমা হলে ছবিটি চলছে।

Advertisement

দর্শক চাহিদায় প্রেক্ষাগৃহের মালিকরা ছবিটি নিয়ে আগ্রহী হয়েছেন বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। অ্যাকশন, প্রেম, নোংরা রাজনীতি, সন্ত্রাসবাদ-এসব নিয়ে নির্মিত হয়েছে দহন। শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেতে যাচ্ছে দহন, জানান ছবির প্রযোজক আব্দুল আজিজ।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘ছবিটি যাঁরা দেখছেন, সবাই প্রশংসা করছেন। হল মালিকরাও ছবিটি নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। এখন পর্যন্ত সব শো-ই হাউসফুল যাচ্ছে।’

চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন পোশাককর্মীর চরিত্রে দেখা যায়। আর ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।

Advertisement

পরিচালক রায়হান রাফির দ্বিতীয় সিনেমা ‘দহন’। অন্যদিকে এটি সিয়াম-পূজা জুটিরও দ্বিতীয় ছবি। দহন ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, রাইসা, সুষমা প্রমুখ।

এমএবি/এমকেএইচ