ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার দুই নায়ক ওম সাহানি ও সোহম চক্রবর্তী। এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। জয়দীপ মুখার্জী ও অনন্য মামুন পরিাচলিত এ ছবিটি সাফটা চুক্তির আওতায় মুক্তি পেল বাংলাদেশে।
Advertisement
আজ শুক্রবার দেশের ১৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। কলকাতার দুই নায়ককে নিয়ে কোনো প্রচারণা ছাড়া হঠাৎ বাংলাদেশের সিনেমা হলের পর্দায় হাজির মাহি।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘ কয়েকদিন আগে আমরা ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। সামনে নির্বাচন, তাই দ্রুত ছবিটি মুক্তি দিলাম। ছবিটি গত অক্টোবরে কলকাতায় মুক্তি দেওয়া হয়। সেখানে ব্যবসায়িকভাবে সফলতা পাওয়া এই ছবিটি বাংলাদেশেও দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’
মামুন আরও বলেন, ‘ছবিটি আমাদের দেশে সেন্সর পেতে একটু দেরি হয়েছে। আমার মনে হয়, আমরা যদি ছবিটি দুই দেশে একসঙ্গে মুক্তি দিতে পারতাম, তা হলে আরো বেশি সাড়া ফেলত। ’
Advertisement
মাহিয়া মাহি ছাড়াও এই ছবিতে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা, আমান রেজা প্রমুখ। এমএবি/এমএস