দেশজুড়ে

মিনুর কাছে নৌকায় ভোট চাইলেন বাদশা

রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে নৌকায় ভোট চেয়েছেন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। শুক্রবার নগরীর শাহমখদুম (র.) দরগা মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে কুশল বিনিময় করেন এই হেভিওয়েট দুই প্রার্থী।

Advertisement

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্বাধীন মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ২০ দল ও ঐক্যফ্রন্টের প্রার্থী।

সর্বশেষ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হন মিনু। এর আগে টানা ১৭ বছর তিনি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ছিলেন। গত নবম সংসদ নির্বাচনে তাকে হারিয়ে নৌকার প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য হন বাদশা। এরপর তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী মিনু-বাদশা। কিন্তু তারপরও তাদের মধ্যে সৌহার্দ্যের কমতি নেই। পোড় খাওয়া এই দুই রাজনীতিবিদ আজ সামনা-সামনি হলেন প্রচারণায় নেমে। একে অপরকে আলিঙ্গন করলেন, করলেন কোলাকুলি। এ সময় এই দুই নেতা ছিলেন হাস্যোজ্জ্বল।

Advertisement

একপর্যায়ে মিজানুর রহমান মিনুর হাতে নৌকার লিফলেট তুলে দিয়ে ভোট চান বাদশা। মিনুও ধানের শীষের লিফলেট তুলে দিয়ে ভোট চান। সৌহার্দ্য বিনিময় শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে যে যার মত প্রচারণায় নেমে পড়েন।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ