মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি একে খন্দকার ও সদ্য অপসারণকৃত ডাক ও টেলিযোগযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বয়সপ্রতিবন্ধী হিসেবে আখ্যায়িত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রতিবন্ধিতা নিয়ে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।প্রমোদ মানকিন বলেন, প্রতিবন্ধিতা অনেক ধরনের। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মতো বয়সপ্রতিবন্ধীও রয়েছেন। এই যে একজন “১৯৭১: ভেতরে ও বাইরে” নামের একটা বই লিখেছেন। বলেছেন, বঙ্গবন্ধু নাকি জয় পাকিস্তান বলেছেন। উনি সেখানে ছিলেন না, ভাষণ শোনেননি। আর লতিফ সিদ্দিকী কী বললেন? বিশ্বাসী মানুষ এমন কথা বলতে পারে? উনারা আসলে বয়সপ্রতিবন্ধী হয়ে গেছেন।আলোচনা সভায় অ্যাকশন অন ডিজএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের দেশীয় পরিচালক মো. শফিকুল ইসলাম, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
Advertisement