খেলাধুলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বলতে গেলে 'অঘোষিত ফাইনাল'। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

Advertisement

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে জিতে সমতায় ফেরে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের যে-ই আজ জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

তৃতীয় ওয়ানডের দলে দুই পরিবর্তন আসছে, জাগো নিউজের পাঠকদের জানা হয়ে গিয়েছিল আগেই। শেষ পর্যন্ত ওই দুই পরিবর্তন নিয়েই মাঠে নামলো বাংলাদেশ।

ইমরুল কায়েস বাদ পড়লেন। তার বদলে ব্যাটসম্যান কোটায় দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। রুবেল হোসেনের জায়গায় যথারীতি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও একটি পরিবর্তন এসেছে এবং সেটা বেশ চমক জাগানিয়া। যার পেস বোলিংয়ে একটু অস্বস্তি দেখা যাচ্ছিল বাংলাদেশের, সেই ওশানে থমাসকে বাদ দিয়েছে ক্যারিবীয়রা। তার বদলে এসেছেন ফ্যাবিয়েল অ্যালেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : চন্দরপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, সিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ফ্যাবিয়েল অ্যালেন, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।

 

এমএমআর/পিআর

Advertisement