দেশজুড়ে

ফতুল্লায় যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রেতার জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌন উত্তেজক ট্যাবলেট ও সরকারি অনুমোদনহীন এনার্জি ড্রিংকসসহ অন্যান্য দ্রব্য বিক্রির অভিযোগে এক বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী এ জরিমানা আদায় করেন। ইউএনও আফরোজা আকতার চৌধুরী জাগো নিউজকে জানান, ভ্যান গাড়িযোগে বাজারে বিক্রি করার সময় ফতুল্লার ইসদাইর এলাকার পাওলা পোশাক কারখানার সামনে গাড়িচালক আসাদসহ মালামালগুলো আটক করে স্থানীয় জনতা। পরে জনতা সদর উপজেলা অফিসে ফোন করে। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মালামালগুলো জব্দ করে বৈধ কাগজপত্র দেখতে চায়। এ সময় তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তিনি আরো বলেন, অবৈধ সামগ্রীর জন্য ফতুল্লার ডিলার ইকবাল চ্যালেঞ্জ করলেও পরে তিনি কাগজপত্র দেখাতে পারেনি। তাই অবৈধভাবে যৌন উত্তেজক ট্যাবলেট, এনার্জি ড্রিংকসসহ অন্যান্য সামগ্রী বাজারজাত করণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বৈধ কাগজপত্র দেখানোর কথা বলে চ্যালেঞ্জ করায় প্রচলিত আইন অনুযায়ী ডিলার ইকবালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। শাহাদাৎ হোসেন/এআরএ/এমআরআই

Advertisement