আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৬ ডিসেম্বর আমরা বন্দি অবস্থায় জয় বাংলা স্লোগান দিয়েছি। আমি, মা এবং সংসারে যারা ছিল সবাই স্লোগান দিয়েছিল। দেশ যখন স্বাধীন হলো তখন সব কষ্ট ভুলে গেলাম।’
Advertisement
তিনি বলেন, ‘যুদ্ধের সময় অনেক কষ্ট করেছি। এমন দিন গেছে যে, আমরা খিচুড়ি খাব। মা খিচুড়ি রান্নাও করলেন, তবে বললেন, অল্প করে খাবে কারণ আবার কখন রান্না হবে তার ঠিক নেই।’
আগেই ধানণকৃত তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বিটিভি, মাছরাঙ্গা টিভি, আরটিভি ও ডিবিসি নিউজে ধারণকৃত অনুষ্ঠানটি প্রচার করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘স্কুল পালিয়ে চলে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিছিলে।’
Advertisement
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘৭৫ সালে যখন বিদেশ যাই আমি আর রেহানা সেই দিন খুব খারাপ লেগেছে।’
এফএইচএস/এনডিএস/পিআর