বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতিকে বিভক্ত করার নীতি অনুসরণ করে চলেছেন এবং তার স্বামী জিয়াউর রহমানও একই পথ অনুসরণ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।বৃহস্পতিবার নগরীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মাহবুব-উল আলম হানিফ বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জাতিকে বিভক্ত করেছিলেন। খালেদা জিয়া জাতীয় শোক দিবসে তার ভুয়া জন্মদিনে কেক কেটে জাতিকে বিভক্ত করেছেন।এই বিভক্তি দূর করতে না পারলে জাতি বেশি দূর এগুতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এবং ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী তাকসিম এ খান।একে/পিআর
Advertisement