মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা। আর এ বক্তৃতায় বাঙালির রাজনৈতিক জীবনের সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে। বাংলার স্বাধীনতার নির্দেশনা রয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে `ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তিনিই জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন।মন্ত্রী আরো বলেন, ১৫ আগস্টের নির্মম ঘটনার খুনিদের বিচার হলেও যাদের মদদে শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন তাঁদেরও বিচারের আওতায় আনা হবে এ বিশ্বাস জাতির রয়েছে। বঙ্গবন্ধুর উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনবে। বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কাজী গালিব আহসান প্রমুখ। এর আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মন্ত্রী।আমিনুল ইসলাম/এআরএ/পিআর
Advertisement