রাজনীতি

সোমবার ইশতেহার দেবে জাতীয় ঐক্যফ্রন্ট

দুইবার তারিখ পরিবর্তনের পর আগামী সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

Advertisement

এদিন বেলা ১১টায় হোটেল পূর্বাণীতে ইশতেহার ঘোষণা করা হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মহসিন মিন্টু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐক্যফ্রন্টের দলগুলোর দেয়া ইশতেহারের সমন্বয়ে অভিন্ন একটি ইশতেহার তৈরি করা হয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

চলতি বছরের ১৩ অক্টোবর বিএনপিসহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট। দলটি প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতেহার ঘোষণার কথা বললেও পরে তা করেনি।

Advertisement

আরও পড়ুন : ঐক্যফ্রন্টের ইশতেহারে যা থাকছে

ইশতেহার তৈরির জন্য ৬ সদস্যের কমিটি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কমিটিতে বিএনপি থেকে মাহফুজ উল্লাহ,গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আছেন।

ঐক্যফ্রন্টের ইশতেহারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুদকের সংস্কার, সরকারি অর্থায়নে দরিদ্রদের শিক্ষা চিকিৎসা ও বাসস্থান, কৃষিপণ্য উৎপাদনে ভর্তুকি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা, চাকরিতে প্রবেশের বয়স ৩৫, চাহিদা অনুযায়ী কোটা সংস্কার, পরিবহন ও সেবা খাতগুলো ১৭টি স্টেটভিত্তিক বিকেন্দ্রীকরণ, স্টেট ভিত্তিক সাংবিধানিক কোর্ট ও ‘অপআইন’ রোধ ইত্যাদি বিষয় থাকতে পারে।

এআর/এনএফ/আরআইপি

Advertisement