ধর্ম

মদিনায় অবস্থান করছেন হজযাত্রীরা

সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফ্লাইটের হজযাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। সেখানে আটদিন অবস্থান করে মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন তারা। বৃস্পতিবার সরকারি ব্যবস্থাপনার চতুর্থ ফ্লাইটে হজযাত্রীরা জেদ্দা থেকে মদিনা যাচ্ছেন। হজ আফিস সুত্র জানিয়েছে, বাধ্যর্কজনিত কারণে একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে এবং বাকিরা সবাই ভালো আছেন।  এক নজরে এবারের হজ টুকিটাকিসর্বমোট হজযাত্রী ১৩৪৫৭ জন, সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রী ১৯৪৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রী ১১৫১৩ জন, আগত ফ্লাইট সংখ্যা ৩৬ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৭ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৯ টি, সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১১৩৫ টি, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ১৫২ টি, সর্বমোট প্রাপ্ত লাগেজ (হজযাত্রীদের কাছ থেকে হারানো) সংখ্যা ১ টি, সৌদি আরবে এ পর্যন্ত মারা যাওয়া হাজীর সংখ্যা ০১ জন।এক নজরে হজ ২০১৫ এর কার্যক্রমচাঁদ দেখা সাপেক্ষে ২০১৫ সনের হজ অনুষ্ঠিত হবে ২২ই সেপ্টেম্বর’২০১৫, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭৮৩ টি, বেসরকারি ব্যবস্থাপনার মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সির সংখ্যা ৮৫৪ টি, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ২৫৮৫ জন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য গাইড সংখ্যা ৬৮ জন, গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ২৬৫৩ জন।সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১০১৭৫৮ জন, হজযাত্রীদের সৌদি আরবে প্রথম ফ্লাইট যায় ১৬ই আগস্ট’২০১৫, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর, ২০১৫, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর, ২০১৫, হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৭ অক্টোবর’২০১৫।আরএম/এসকেডি/পিআর

Advertisement