জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা আগামী ২২ আগস্ট শনিবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে। ৬১টি কেন্দ্রে একযোগে ৮০টি কলেজের ৮৩ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীগণ ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্ব ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবে। এ লক্ষ্যে অনলাইন ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। আমিনুল ইসলাম/এআরএ/পিআর
Advertisement