জাগো জবস

১৭ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

প্রশ্নপত্র ফাঁস রোধে গত ২৭ জুন প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রথম ধাপে পাঁচটি জেলার শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এবার দ্বিতীয় ধাপে ১৭টি জেলায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ আগস্ট বেলা ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলাসমূহ:জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট। আবেদনকারীর সংখ্যা:১ লাখ ৬১ হাজার ৩২১ জন। নিয়োগ কমিটি:জেলা প্রশাসক সভাপতি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্যসচিব এবং সরকার মনোনীত একজন শিক্ষাবিদ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার ধরণ: ৮০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নিয়োগ:লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রায় ২৫ হাজার প্রার্থীকে চূড়ান্তভাবে দেশের বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়া হবে। এসইউ/আরএস/এমআরআই

Advertisement