দেশের ক্রিকেটের প্রায় পুরোটাই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামভিত্তিক। আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্টের বেশিরভাগ খেলাও হয় দেশের হোম অব ক্রিকেটেই। তাই যখনই ঢাকা বা মিরপুরের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ দেয়া হয়, তখনই ঢল নামে দর্শকদের।
Advertisement
আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটির রয়েছে বাড়তি গুরুত্ব। কেননা হতে পারে এই ম্যাচটিই দেশের মাটিতে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ। মাশরাফি এখনো নিশ্চিত নন দেশের হোম অব ক্রিকেটে আবার খেলতে নামবেন কি-না।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষেও এটিকে রেখেছেন রহস্যের মধ্যেই। জানিয়েছেন, ‘আসলে এটা আমার শেষ ম্যাচ হতে পারে, নাও হতে পারে। তবে কঠিন সত্য হলো, এটা একটা প্রক্রিয়া। একদিন সবাইকে চলে যেতেই হবে। আমি হঠাৎ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আপাতত এ নিয়ে কোনো কিছু ভাবিনি।’
তাই এ ম্যাচের প্রতি সিলেট তথা সারা দেশেরই ভক্ত-সমর্থকদের রয়েছে বাড়তি আগ্রহ ও গুরুত্ব। সবাই মাঠে থেকেই দেখতে চায় ম্যাচটি। কিন্তু কিভাবে পাওয়া যাবে ম্যাচের টিকিট? সে ব্যাপারে অনেকেই রয়েছেন অন্ধকারে।
Advertisement
বাংলাদেশ ক্রিকেটের টিকিট বিষয়ক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেটের ওয়ানডে ম্যাচের টিকিট মঙ্গলবার রাত ১২টার পর থেকে বুধবার রাত ১২টার আগ পর্যন্ত দর্শকরা ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
সেজন্য টিকিট ক্রয় করতে আগ্রহীদের ইউক্যাশে একাউন্ট থাকতে হবে। একজন দর্শক ইউক্যাশ থেকে সর্বোচ্চ ২টি টিকিট কিনতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা টিকিট কিনবেন তারা বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট ইউক্যাশের এজেন্ট অফিস শাহ্ এন্টারপ্রাইজ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও ম্যাচের দিন শুক্রবার সকাল নয়টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেইটের বুথ থেকেও পাওয়া যাবে টিকিট। টিকিটের মূল্য, গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ১৫০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা ও গ্রিন হিল এরিয়া ১০০ টাকা।
এসএএস/এমএস
Advertisement