শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ওএসডি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। রাজশাহী শিক্ষাবোর্ড থেকে প্রত্যাহার করে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।শিক্ষা মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সংক্রান্ত একটি আদেশ রাজশাহী শিক্ষাবোর্ডে ফ্যাক্সযোগে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বোর্ডের সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি জানান, এর আগে চেক জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতের বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তে অনিয়মের বিষয়গুলো ধরা পড়ে। এ কারণেই চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বোর্ড সচিব।শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই

Advertisement