জাতীয়

ফেরার পথে ৬ কর্মসূচিতে যোগ দেবেন শেখ হাসিনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে মোট ছয়টি কর্মসূচিতে অংশ নিবেন তিনি। মঙ্গলবার দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়, আগামী ১২ ডিসেম্বর (বুধবার) দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সফরকালে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করবেন। এরপর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেবেন তিনি।

পরের দিন ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সড়ক পথে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা। ফেরার পথে ছয়টি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ছয় কর্মসূচি

Advertisement

(১) ফরিদপুর জেলার ভাঙ্গার মোড় এলাকায় ও (২) ফরিদপুরের মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। (৩) রাজবাড়ী রাস্তার মোড়ে, (৪) মানিকগঞ্জ পৌরসভা এলাকায়, (৫) ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ হাসাপাতাল প্রাঙ্গণে, (৬) সাভার জলেশ্বর ৫নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

এইউএ/জেডএ/পিআর