সিঙ্গাপুরে লরি চালকের কাছ থেকে এক ডলার ঘুষ নেয়ার দায়ে দুই চীনা অভিবাসী শ্রমিক পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। লরি ড্রাইভারের কাছে ঘুষ নেয়ার দায়ে ওই দুই চীনা ট্রাক চালককে অভিযুক্ত করেছেন সিঙ্গাপুরের একটি আদালত।
Advertisement
সবার আগে গাড়িতে মালামাল লোডিং এবং আনলোডিংয়ে সুবিধা দেয়ার শর্তে ওই লরি চালকের কাছ থেকে বিভিন্ন সময়ে সিঙ্গাপুরি এক ডলার করে ঘুষ নিয়েছিলেন বলে অভিেযোগ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দোষী সাব্যস্ত হলে চীনা অভিবাসী শ্রমিক চেন জিলিয়াং (৪৭) ও ঝাও ইউচুন (৪৩) সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের সাজা পেতে পারেন। কারাদণ্ডের পাশাপাশি সিঙ্গাপুরি এক লাখ ডলারও জরিমানা গুণতে হবে।
আরও পড়ুন : বুধবার গাঁটছড়া বাঁধছেন আম্বানি কন্যা, একদিনেই খরচ ৭২৩ কোটি টাকা
Advertisement
বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে সিঙ্গাপুরের সুখ্যাতি রয়েছে। উভয় চালকই সিঙ্গাপুরের কোজেন্ট কন্টেইনার ডিপোতে কাজ করার সময় ঘুষের লেনদেন করেন। এক বিবৃতিতে দেশটির দুর্নীতি তদন্ত ব্যুরো বলছে, কর্মীরা ন্যায্য উপায়ে কাজ করবেন বলে তাদের প্রত্যাশা।
‘এমনকি যদি এই ঘুষের পরিমাণ এক ডলারেরও কম হয়, তবুও তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। যেকোনো পরিমাণের অথবা যেকোনো ধরনের ঘুষ মেনে নেয়া হবে না।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।
এসআইএস/পিআর
Advertisement