অর্থনীতি

একই ব্যাংকে আলী সিকিউরিটিজের একাধিক সমন্বিত গ্রাহক হিসাব

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, একই ব্যাংকে একাধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনা এবং গ্রাহকের নগদ হিসাবে চুক্তি বহির্ভূত ঋণ দিয়ে তিনটি আইন লঙ্ঘন করেছে আলী সিকিউরিটিজ।

Advertisement

এসব অনিয়মের কারণে ব্রোকারেজ হাউসটিকে পাঁচ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৬৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন, আলী সিকিউরিটিজ তাদের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতির মাধ্যমে ১৯৭৮ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের ৮এ(২)ভঙ্গ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি একই ব্যাংকে একাধিক সমন্বিত গ্রাহক হিসাব পরিচালনার মাধ্যমে ১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের ৮এ(১) এবং ৩(২) ভঙ্গ করেছে। এ ছাড়া পাঁচ লাখ টাকার অধিক নগদ গ্রহণের মাধ্যমে ১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের ৮(১)(সিসি)(i) ভঙ্গ করেছে। এসব অপরাধের কারণে কমিশন সভায় আলী সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান।

Advertisement

এমএএস/এএইচ/এমএস