রাজনীতি

বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ এগিয়ে আসেনি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে রাত জেগে এবাদত বন্দেগি করে কাটালেন কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের জন্য দোয়া করেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেউই প্রতিবাদ করেননি। আমিই প্রথম ১৯ আগস্ট এ জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম।তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে আমার জীবন তছনছ হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট হয়েছে। মানুষের মর্যাদা, শক্তি ও সাহস সবকিছু বিনষ্ট হয়েছে। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যেতো।এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।এ সময় তার সহধর্মিণী নাসরীন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, দুই মেয়ে কুড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুবনেতা হাবিবুর নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপসহ যুব ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

Advertisement