দেশজুড়ে

নির্বাচন করতে পারছেন না বিএনপির আলী আসগর

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থী আলী আসগর নির্বাচন করতে পারছেন না। তার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার সকালে আলী আজগরের করা আবেদনটি খারিজ করে দিয়েছেন।

Advertisement

এ বিষয়ে আলী আজগরের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ জানান, নির্বাচন কমিশন আলী আসগরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। এরপর ঋণ খেলাপির অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ফার্মার্স ব্যাংক। এ রিটের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর (রোববার) তার মনোনয়নপত্র স্থগিত করেন। এর বিরুদ্ধে আলী আজগর আপিল বিভাগে আবেদন করেন। যা মঙ্গলবার খারিজ হয়ে যায়। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।

এর আগে গত ২ ডিসেম্বর আলী আসগরের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। আলী আজগর ঋণ খেলাপি দাবি করে ফার্মার্স ব্যাংক ইসিতে আপিল করে। ৮ ডিসেম্বর ইসি ব্যাংকটির আপিল নামঞ্জুর করে। রিটার্নিং কর্মকর্তা ও ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ফার্মার্স ব্যাংক। এর প্রেক্ষিতে হাইকোর্ট ৯ ডিসেম্বর রুলসহ আদেশ দেন। নির্বাচনে প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করা হয়। এর বিরুদ্ধেই তিনি আপিল বিভাগে আবেদন করেন যা চেম্বার বিচারপতির আদালত হয়ে আজ নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। ফার্মার্স ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল।

এই আসনে বিএনপির প্রার্থী আলী আজগর, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

Advertisement

হাইকোর্টের দেয়া বিএনপির প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিতের আদেশ আপিল বিভাগ বহাল রাখায় ময়মনসিংহ-১ আসনে বিএনপির কোনো প্রার্থী রইলো না।

আরএআর/জেআইএম