জাতীয়

৯৩ আসনে জাকের পার্টির গোলাপ ফুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৩টি আসনে নিজস্ব প্রতীক গোলাপ ফুল নিয়ে নির্বাচন করবে জাকের পার্টি। সোমবার (১০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন দলটির প্রার্থীরা। জাকের পার্টি থেকে এবার তিনজন নারী প্রার্থী নির্বাচন করছেন।

Advertisement

এক সংবাদ বিজ্ঞতিতে দলটি জানিয়েছে, জাকের পার্টি আর রক্তাক্ত বাংলাদেশ দেখতে চায় না। তাই শান্তিময় বাংলাদেশ বিনির্মাণে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাকের পার্টি সর্বাত্মক নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবে।

যেসব আসনে জাকের পার্টি প্রার্থী দিয়েছে সেসব আসন ও প্রার্থীরা হলেন মো. শাহনেওয়াজ (তোতা) মাদারীপুর-১, মো. আসাদুজ্জামান আকন মাদারীপুর-২, মো. বাদল কাজী শরীয়তপুর-২, মো. শামসুদ্দিন আহমেদ ঢাকা-১, আজাদ মাহমুদ ঢাকা-৪, রবিউল ইসলাম রবি ঢাকা-৫, বিপ্লব চন্দ্র বণিক ঢাকা-৭, মো. নজরুল ইসলাম লিটন ঢাকা-৮, মো. হুমায়ুন কবীর ঢাকা-৯, মো. জাকির হোসেন ঢাকা-১৪, আব্দুল মান্নান মিয়া ঢাকা-১৫, আলী আহমেদ ঢাকা-১৬, কাজী মো. রাশিদুল হাসান (রাশেদ) ঢাকা-১৭, মো. নুরুল ইসলাম ঢাকা-১৯, মুরাদ হোসেন জামাল, নারায়ণগঞ্জ-৩, মোর্শেদ হাসান জামাল নারায়ণগঞ্জ-৫, মো. আমিনুল ইসলাম মামুদ (আরিফ) গাজীপুর-৫, মো. নাসির উদ্দিন পালোয়ান গাজীপুর-৩, ডা. জুয়েল কবীর গাজীপুর-৪, মো. আরিফুল ইসলাম ভূইয়া নরসিংদী-১, রাজিব হোসেন রাতুল নরসিংদী-৩, প্রফেসর ওয়াইজ উদ্দীন নরসিংদী-৪, সৈয়দ জাহাঙ্গীর আলম নরসিংদী-৫, হাজী মো. আতাউর রহমান মুন্সীগঞ্জ-১, মো. আশ্রাফুল আলম মুন্সীগঞ্জ-২, গোলাম মোর্শেদ (জিএম) ময়মনসিংহ-৩, মো. জহিরুল ইসলাম ময়মনসিংহ-৫, মো. শফিকুল আলম ময়মনসিংহ-৯, নাজমা আক্তার ময়মনসিংহ-১০, মো. আবদুল জব্বার কিশোরগঞ্জ-২, এনামুল হক মঞ্জু টাঙ্গাইল-২, মো. খলিলুর রহমান টাঙ্গাইল-৩, মোন্তাজ আলী টাঙ্গাইল-৪, মো. সালামত টাঙ্গাইল-১, মো. বরকত উল্লাহ নেত্রকোনা-২, মো. আব্দুল হাকিম শান্তি জামালপুর-৩, মো. নজরুল ইসলাম আকন্দ জামালপুর-৫, মো. বাদশা মুন্সী বরিশাল-১, মো. আব্দুর রশিদ পটুয়াখালী-১, কে এম ইদ্রিছ আলী খুলনা-২, এস এম সাব্বির হোসেন খুলনা-৩, শেখ আনছার আলী খুলনা-৪, শেখ মর্তুজা আল মামুন খুলনা-৬, খান আরিফুর রহমান বাগেরহাট-২, আলহাজ মো. রেজাউল শেখ বাগেরহাট-৩, মো. মেহেদী হাসান মাসুদ কুষ্টিয়া-৪, আ. লতিফ খান যুবরাজ চুয়াডাঙ্গা-২, মো. সহিদুল আলম মেহেরপুর-১, মো. আলী আকবর, মেহেরপুর-২, মো. সাজেদুর রহমান ডাবলু যশোর-১, হাজী মো. মহিদুল ইসলাম যশোর-২, মো. মনিরুজ্জামান মনির যশোর-৩, মো. লিটন মোল্লা যশোর-৪, মো. রবিউল ইসলাম যশোর-৫, মো. সাইদুজ্জামান যশোর-৬, মো. আবু তালেব সেলিম ঝিনাইদহ-২, মো. ইছাহাক আলী বিশ্বাস ঝিনাইদহ-৪, মো. বাবুল চাঁপাইনবাবগঞ্জ-৩, মো. আলমগীর হোসেন সিরাজগঞ্জ-৩, মো. জহির রায়হান সিরাজগঞ্জ-৪, মো. ফয়সাল বিন শফিক (সনি) বগুড়া-৬, এস জে এম আর ফারুক নওগাঁ-২, মো. আশরাফ উজ জামান, রংপুর-২, মো. আলমগীর হোসেন আলম রংপুর-৩, লায়লা আনজুমান আরা বেগম রংপুর-৪, মো. শামিম মিয়া রংপুর-৫, মো. আ. হাই কুড়িগ্রাম-১, মো. শাহ আলম কুড়িগ্রাম-৪, মো. আবুল কালাম বিএসসি গাইবান্ধা-৪, মো. সামসুদ্দোহা ঠাকুরগাঁও-২, মো. সুমন রানা পঞ্চগড়-১, আ. লতিফ স্বপন কুমিল্লা-২, অ্যাডভোকেট মো. আবদুল হালিম কুমিল্লা-৪, মো. নুরুল আলম ভূঞা কুমিল্লা-৫, অ্যাডভোকেট মো. আবুল হোসেন মজুমদার কুমিল্লা-৬, মুফতী শরীফুল ইসলাম সাইফী কুমিল্লা-৮, অ্যাডভোকেট টিপু সুলতান কুমিল্লা-৯, একেএম আব্দুস সালাম মজুমদার কুমিল্লা-১০, মো. তাজুল ইসলাম বাবুল কুমিল্লা-১১, দেওয়ান কামরুন্নেছা চাঁদপুর-৩, বাচ্চু মিয়া ভাসানী চাঁদপুর-৪, মো. ওবায়েদ মোল্লা চাঁদপুর-৫, জহিরুল ইসলাম জুয়েল ব্রাক্ষণবাড়িয়া-২, মো. সেলিম কবীর ব্রাহ্মণবাড়িয়া-৩, মো. রশিদ উলল্গাহ ব্রাহ্মণবাড়িয়া-৫, মো. বাহার উদ্দিন নোয়াখালী-৩, মো. নজরুল ইসলাম ফেনী-২, আমানউল্লাহ আমান সুনামগঞ্জ-১, মো. শাহজাহান চৌধুরী সুনামগঞ্জ-৩, মো. আনছারুল হক বাবুল হবিগঞ্জ-৪, কাজী নজরুল ইসলাম কুমিল্লা-৩, মো. শফিকুল ইসলাম, রাজশাহী-৫ এবং মাহ্ফুজুর রহমান নারায়ণগঞ্জ-১।

এসআর/জেআইএম

Advertisement