ক্যাম্পাস

চবিতে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।ছাত্রলীগ সূত্রে জানা যায়, শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. ইফতেখার উদ্দিন চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, প্রক্টর আলী আজগর চৌধুরী, রেজিস্টার প্রফেসর ড. কামরুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মহিউদ্দীন প্রমুখ। রক্তদান শেষে প্রত্যেক রক্ত দাতাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সনদপত্র দেয়া হয়।এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শোকের মাসে আমাদের এ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা সংঘর্ষ চাই না, চাই সোহার্দ্য। বিশ্ববিদ্যালয়ে রক্তপাত চাই না, বরং নিজেদের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীকে সুস্থ করে তুলতে চাই।তিনি আরো বলেন, চবি ছাত্রলীগ এমন কিছু করতে চায় যা পুরো ছাত্রলীগের জন্য মডেল হতে পারে।মিজানুর রহমান/এআরএ/পিআর

Advertisement