গণমাধ্যম

এবারের ইউএন অধিবেশনে সরকারি খরচে সাংবাদিক নয়

জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের শেষ সপ্তাহে এই অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক যাবেন বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনের খবর সংগ্রহ করতে এবার সাংবাদিকদের সুযোগ থাকছে না। কেবল বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস থেকে প্রতিনিধি নেওয়া হবে বলে জানা গেছে।সূত্র জানায়, অজ্ঞাত কারণে সরকারের সর্বোচ্চ পর্যায় জাতিসংঘের অধিবেশনে সাংবাদিকদের উপস্থিতি চাচ্ছেন না। কাজেই কেবল বাংলাদেশ টেলিভিশন ও বাসস থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তে আপাতত থাকছে সরকার। এর বাইরে কোনো টেলিভিশন, পত্রিকা, অনলাইন থাকছে না। তবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিকরা থাকতে পারেন বলেও জানা গেছে।সূত্র মতে, সাংবাদিক নেয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত হয়তো বাড়তে পারে সাংবাদিকদের সংখ্যা। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানকে সরকার আন্তর্জাতিক পরিসরে ‘ভাবমূর্তি সুসংহত’ করার উপায় হিসেবে দেখে থাকে। তাই বড় এই আন্তর্জাতিক আয়োজনের সংবাদ সংগ্রহে অধিক সংখ্যক সাংবাদিক থাকাটা জরুরি। এতে করে অধিবেশনে বাংলাদেশের অংশ গ্রহণের সব খবর দেশের মানুষ সংবাদ মাধ্যমের কল্যাণে জানতে পারে। প্রসঙ্গত, জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিলিয়ে প্রায় ১৮০ জন সফরসঙ্গী যোগ দেন। এরমধ্যে ১০০ জনের সরকারি প্রতিনিধি দলে ছিলেন সরকারি কর্মকর্তা, সাংসদ, বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী। অন্যরা ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি।এদিকে, আগামী ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন টেকসই উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।এসএ/এসকেডি/আরএস/এমআরআই

Advertisement