আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র (আরবিআই) গভর্নর উরজিত প্যাটেল পদত্যাগ করেছেন। সোমবার এক বিবৃতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Advertisement

আরবিআইয়ের ওয়েবসাইটে গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন উরজিত। কয়েক বছর ধরে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হয়ে কাজ করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

এনডিটিভি বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ সোমবার থেকেই কার্যকর হয়েছে। আরবিআইয়ের পরিচালনা বোর্ড, কর্মকর্তা এবং কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন উরজিত প্যাটেল।

আরও পড়ুন: কী আছে ব্রিটিশ রানির চোখ ধাঁধানো রাজপ্রাসাদে

Advertisement

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিতের পদত্যাগ নিয়ে বেশি কিছু দিন ধরেই আলোচনা চলছিল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উপর শীর্ষ ব্যাংকের কড়া ঋণনীতির জেরে দেশটির সরকারের সঙ্গে প্রকাশ্যে মনমালিন্যে জড়িয়ে পড়েছিলেন প্যাটেল।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ২৪তম এই গভর্নরের মেয়াদ শেষ হতে ১০ মাস বাকি ছিল। ২০১৬ সালের ৪ সেপ্টম্বরে আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন উরজিত। আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই সরে গেলেন তিনি।

এসআইএস/পিআর

Advertisement