জাগো জবস

আজকের চাকরি : ২০ আগস্ট ২০১৫

সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগো নিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।প্রতিষ্ঠানের নাম : অ্যাপেক্স লিমিটেডপদের নাম : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারপদ সংখ্যা : ০২ জনশিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারঅভিজ্ঞতা : ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কাজে ৩ বছরের অভিজ্ঞতা। পদের নাম: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারপদ সংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারঅভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা।পদের নাম: লেদম্যান (ওয়ার্কশপ)পদ সংখ্যা: ০২ জন অভিজ্ঞতা: লেদ মেশিন চালানোর ও ওযার্কশপের কাজের ৩ বছরের যোগ্যতা সম্পন্ন।আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।আবেদনের ঠিকানা: আ্যাপেক্স লিমিটেড, ৩৯৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২০ আগস্ট ২০১৫প্রতিষ্ঠানের নাম: গ্রাম বিকাশ কেন্দ্রপদের নাম : ইউনিয়ন সমন্বয়কারীশিক্ষাগত যোগ্যতা : স্নাতকঅভিজ্ঞতা : এনজিওতে স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিবিষয়ক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইংরেজিতে পারদর্শী এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।বয়স : ৪০ বছরবেতন : ৩০ হাজার টাকাপদের নাম : আঞ্চলিক ব্যবস্থাপকশিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা : এনজিওতে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্যবস্থাপনা পর্যায়ে কর্মকাণ্ডে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা ও মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইংরেজিতে পারদর্শী এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।বয়স : ৪০ বছরবেতন : ২০ থেকে ২৫ হাজার টাকাপদের নাম : ট্রেনিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসারশিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিঅভিজ্ঞতা : প্রার্থীকে অবশ্যই উন্নয়ন যোগাযোগ প্রতিবেদন তৈরি, পরিকল্পনা প্রণয়ন, টিম বিল্ডিং, সমন্বয় সাধন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি ইতিবাচক মনোভাব, উপস্থাপনা, সুপারভিশন, মনিটরিং, প্রশিক্ষণ সিডিউল, মডিউল তৈরি, ডকুমেন্টেশন এবং ইংরেজি ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে।বয়স : ৩৫ বছরবেতন : ২০ হাজার টাকাআবেদনের ঠিকানা : ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ি, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর।আবেদনের শেষ তারিখ : ২৩ আগস্ট ২০১৫সূত্র : প্রথম আলো, ১৩ আগস্ট ২০১৫প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)পদের নাম: ট্রেইনার অ্যান্ড কনটেন্ট ডেভেলপার      পদ সংখ্যা: ০৮কাজের ধরণ: পূর্ণ সময়।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, বিএসসি।অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা। এছাড়া শিক্ষাদান, প্রশিক্ষণ, প্রকল্প উন্নয়ন, পরামর্শ দেয়ার যোগ্যতা থাকতে হবে।কর্ম এলাকা: বাংলাদেশের যে কোনো অঞ্চলে।বেতন: আলোচনা সাপেক্ষে।আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০১৫সূত্র: বিডিজবস ডটকম, ১২ আগস্ট ২০১৫ এসইউ/আরএস/পিআর

Advertisement