অর্থনীতি

ইসির সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য নির্বাচন কমিশন (ইসি)’র সঙ্গে চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. মহসীন আলী রাজধানীর একটি হোটেলে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য ব্র্যাক ব্যাংককে সার্ভিস প্রদান করবে নির্বাচন কমিশন। প্রথম ব্যাংক হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষর করলো ব্র্যাক ব্যাংক। এ চুক্তির ফলে ব্র্যাক ব্যাংক সকল গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন করতে পারবে। ফলে অ্যাকাউন্ট খোলা ও ব্যাংকিং সার্ভিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে। পরিচয় জালিয়াতি রোধ করা সম্ভব হবে। ‘গ্রাহক পরিচিতি’ ফর্ম আরো কার্যকর হবে। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানেও সহায়ক হবে কেননা বিকাশও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এ সার্ভিস গ্রহণ করবে।ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এ চুক্তি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পার্টনারশিপের অনন্য উদাহরণ। এর ফলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। নির্বাচন কমিশনের সহযোগিতা ও বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় জাতীয় পরিচয়পত্র প্রকল্পের সুফল ভোগ করবে ব্যাংকিং খাতে যা একটি জাতীয় সম্পদ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো: সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড ব্যাংক-এর কান্ট্রি ডিরেক্টর মি. জোহানেস জাট এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো: সালেহউদ্দিন।এসএ/আরএস/পিআর

Advertisement