রাজনীতি

উন্মুক্ত আসনে বিকল্পধারার ২০ প্রার্থী

একাদশ সংসদ নির্বাচনে বিকল্পধারার ২৩ প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। এর মধ্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী মুন্সীগঞ্জ-১, প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এবং বিকল্পধারার বাকি ২০ প্রার্থী কুলা প্রতীক নিয়ে লড়বেন উন্মুক্ত আসনে।

Advertisement

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বরাত দিয়ে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫, বিএলডিপির চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ যশোর-৪ এবং কক্সবাজার-২ আসনে মেজর (অব.) শাহেদ সরওয়ার নির্বাচন করবেন। চট্টগ্রাম-২ আসনে মজহারুল ইসলাম শাহ চৌধুরী এবং সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরীসহ বিকল্পধারার মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে যারা লড়বেন

১. দিনাজপুর-২, মো. আশরাফুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ ২. রংপুর-২, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ তালুকদার, বিকল্পধারা বাংলাদেশ ৩. কুড়িগ্রাম-২, আবুল বাশার, বিকল্পধারা বাংলাদেশ ৪. রাজশাহী-৩, মো. মনিরুজ্জামান, বিএলডিপি ৫. নাটোর-৩, মনজুর আলম হাসু, বিকল্পধারা বাংলাদেশ ৬. সাতক্ষীরা-৪, এইচ এম গোলাম রেজা, বিকল্পধারা বাংলাদেশ৭. যশোর-৪, এম নাজিমউদ্দিন আল আজাদ৮. যশোর-৩, মারুফ হোসেন কাজল ৯. বরিশাল-৩, মো. এনায়েত কবির, বিকল্পধারা বাংলাদেশ ১০. টাঙ্গাইল-২, মুনিরুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ ১১. মানিকগঞ্জ-২, গোলাম সারোয়ার মিলন, বিকল্পধারা বাংলাদেশ ১২. ঢাকা-৪, কবির হোসেন১৩. ঢাকা-১৩, মো. মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড ১৪. ঢাকা-১৫, এইচ এম গোলাম রেজা, বিকল্পধারা বাংলাদেশ ১৫. ঢাকা-১৭, এ কে এম সাইফুর রশিদ, বিকল্পধারা বাংলাদেশ১৬. ঢাকা-১৯, আইনুল হক, বিকল্পধারা বাংলাদেশ১৭. সিলেট-৬, শমসের মবিন চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ ১৮. কুমিল্লা ১১, মাওলানা শামছুল হক জেহাদী, বিকল্পধারা বাংলাদেশ১৯. নোয়াখালী-১, ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারা বাংলাদেশ ২০. কক্সবাজার-২, মেজর (অব.) শাহেদ সরওয়ার, বিকল্পধারা বাংলাদেশ

Advertisement

এএস/এসআর/এমকেএইচ