জাতীয়

মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু হয়েছে। রোববার ঢাকার তৃতীয় মহানগর দায়রা জজ ইমরুল কায়েস বিচার শুরু করেন।

Advertisement

২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই চারজন এবং পরে আরও একজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান মতিঝিল থানায় বিস্ফোরণ আইনে মামলা করেন।

বোমা হামলার ঘটনায় মামলা হওয়ার ১৩ বছর পর গত বছর ২৬ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।

এই ১৩ আসামির মধ্যে মুফতি হান্নান, মাইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, শওকত ওসমান ও মাওলানা সাব্বির কারাগারে রয়েছেন।

Advertisement

পলাতক আসামিরা হলেন- মশিউর রহমান, মুফতি আব্দুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, নূর ইসলাম, মুহিবুল্লাহ মুত্তাকীন, রফিকুল ইসলাম মীরাজ ও আনিসুল ইসলাম মোরসালীন।