খেলাধুলা

‘রাজনৈতিক স্লোগান নিয়ে দেখার কিছু নেই’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাম লেখানোর পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে। বিকেএসপিতে গত সপ্তাহের সে ম্যাচে সংবাদমাধ্যম কিংবা দর্শক-সমর্থকদের আগ্রহের কেন্দ্রে ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

Advertisement

সেদিন মাশরাফি বোলিং করার সময় উইকেট নেয়ার পর দর্শকদের মধ্য থেকে শোনা গিয়েছে মাশরাফির রাজনৈতিক দলের পক্ষের স্লোগান। পরে ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকানোর পর বেড়েছে সে স্লোগানের আওয়াজ।

তখন পুরোপুরি নির্বিকার ছিলেন মাশরাফি, ছিলো ভাবলেশহীন অভিব্যক্তি। গতকাল (রোববার) মিরপুরের শেরে বাংলায় দুর্দান্ত বোলিং করে তিন উইকেট পেলেন। প্রতিটি উইকেট প্রাপ্তির পর দর্শক-সমর্থকদের উল্লাস আর করতালির সাথে শোনা গিয়েছে রাজনৈতিক স্লোগানও। এমনকি ম্যাচ শেষে যখন আসছেন সংবাদ সম্মেলন কক্ষের দিকে, তখনো ঘটেছে একই কাণ্ড।

মাঠের মাশরাফি এখন নাম লিখিয়েছেন রাজনীতির মাঠে। কাজেই তাকে ঘিরে রাজনৈতিক স্লোগান উঠতেই পারে, উঠছেও। মাশরাফি বিষয়টিকে কিভাবে দেখছেন? রোববার রাতে খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে সে প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

Advertisement

প্রশ্ন রাখা হয়, ‘মাশরাফি, মাঠে দেখা গেলো আপনি উইকেট পেলেই কিংবা স্ক্রিনে এলেই রাজনৈতিক স্লোগান দেয়া হচ্ছে। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন?’ ভাবলেশহীন মাশরাফি নির্লিপ্ত কণ্ঠে জানিয়ে দেন, ‘মাঠের রাজনৈতিক স্লোগান নিয়ে আমার দেখার কিছু তো নেই!’

এসএএস/জেআইএম