খেলাধুলা

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বার্সা

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে লাইন্সম্যানকে অপমানজনক ভাষায় কথা বলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সা তারকা পিকে। তবে আরোপিত এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাব কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট) নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ১০ দিনের মধ্যে শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে বার্সেলোনা। আপিলের ব্যাপারে বার্সা এক বিবৃতিতে জানায়, `পিকের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে শীঘ্রই আপিল করবে বার্সা। আবেদনের জন্য ক্লাবের সামনে দশদিন সময় রয়েছে। আপিলে আমরা উল্লেখ করবো পিকে সহকারী রেফারিকে আপমানজনক কিছুই বলেনি।`তবে টুইটারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন পিকে। তারপরও যে কঠিন শাস্তির মুখোমুখি হবেন তা মনে হয় তিনি চিন্তাও করেননি। বার্সার আপিল খারিজ হলে লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচেই দর্শক ভূমিকায় থাকবেন ২৮ বছর বয়সী এ স্প্যানিশ ডিফেন্ডার।এমআর

Advertisement