দেশজুড়ে

সিলেটের দুই সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট-গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চন্দরপুর সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত আব্দুজ জহুর সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান উপস্থিত ছিলেন।পরে শিক্ষামন্ত্রী উপস্থিত সকলকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অঙ্কিত ফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে সালাম ও অভিনন্দন জানিয়ে বলেন, সিলেটের উন্নয়নে তার বিশেষ দৃষ্টি রয়েছে। শেখ হাসিনা বলেন, এই সেতুগুলো ওই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজতর করবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের বিভিন্ন এলাকায় নির্মিত এ সকল সেতু মানুষের যাতায়াতকে সহজ করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।ছামির মাহমুদ/এসএস/এমআরআই

Advertisement