খেলাধুলা

ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিচ্ছেন মাশরাফি

বোলাররাই আসলে জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন। ১৯৫ রানেই আটকে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের মতো মারকুটে দলকে। তবে বোলাররা কাজের কাজ করে দিলেও ব্যাটসম্যানদের কৃতিত্বকে খাটো করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বরং এই উইকেটে লিটন-মুশফিকরা যেমন ব্যাট করেছেন, তার জন্য আলাদা করেই প্রশংসা করেছেন তিনি।

Advertisement

বোলারদের প্রশংসা করলে তো মাশরাফি নিজেই সেই প্রশংসার বড় ভাগটা পাবেন। ওয়েস্ট ইন্ডিজকে যে এত অল্প রানে আটকে দেয়া, তার পেছনে বড় অবদান নড়াইল এক্সপ্রেসেরই। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচায় তিনি নেন ৩টি উইকেট। ৩টি উইকেট নেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। সঙ্গে একটি করে উইকেট নিয়েছেন সাকিব, মিরাজ, রুবেলরাও।

তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ৫০ ওভার ব্যাট করেও ৯ উইকেটে ১৯৫ রানের বেশি এগোতে পারেনি ক্যারিবীয়রা। জবাব দিতে নামা বাংলাদেশকে একটা সময় কিছুটা ভয় পাইয়ে দিয়েছিলেন সফরকারি পেসাররা। সেখান থেকে দলকে একটু একটু করে এগিয়ে নেন লিটন দাস, সাকিব আল হাসান আর মুশফিকুর রহীম। তাতেই ৮৯ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা।

মাশরাফি মনে করছেন, উইকেট মোটেই ব্যাটিং সহায়ক ছিল না। বোলাররা কাজ করে দেয়ার পর লিটন-সাকিব-মুশফিকরা যেভাবে খেলেছেন, তারাও প্রশংসার দাবিদার।

Advertisement

টাইগার দলপতির ভাষায়, 'আমরা জানি এই ফরমেটে ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর দল। তবে ছেলেরা আসলেই খুব ভালো বোলিং করেছে। এই উইকেটে রান করা সহজ ছিল না। লিটন দারুণ একটি ইনিংস খেলেছে, সাকিবও দ্রুত কয়েকটি রান এসে দিয়েছে, যেটা আমাদের সাহায্য করেছে। তবে আমি মনে করি, মুশফিক আসলেই দুর্দান্ত ছিল, খুবই পেশাদার। তবে দলকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।'

এমএমআর/জেআইএম