জাতীয়

তিস্তা ব্যারেজ প্রকল্পের চলমান কার্যক্রম জোরদারের সুপারিশ

উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বর্ষা মৌসুমে অতিরিক্তি পানি প্রবাহ ও বর্ষাত্তোরকালে খরা নিরসনে তিস্তা ব্যারেজ প্রকল্পের (২য় পর্যায়) কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দেয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটি সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সেলিনা জাহান লিটা বৈঠকে অংশ নেন। নির্ধারিত সময়ের মধ্যে গোমতী নদীর উভয় তীরে বাঁধ শক্তিশালী করণ ও পুনর্বাসন প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হওয়ায় বৈঠকে কমিটির সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করে। এছাড়া বগুড়া জেলার অন্তপাড়া, দড়িয়াপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনার নদীর ডানতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ কাজেও সন্তুষ্টি প্রকাশ করে কমিটি। এসব প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার এবং অব্যাহতভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করার সুপারিশ করে কমিটি। বৈঠকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জেটিঘাট রক্ষায় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইচএস/এসএইচএস/এমআরআই

Advertisement